গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার (৯ মার্চ) দুপুরে ইউনিয়নের মধ্য নিজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া জাল ভোট দেয়ার সময় তাদের আটক করে।
আটকৃতরা হচ্ছেন, মধ্য নিজ পাড়া গ্রামের সজল মিয়া, আঙ্গুর মিয়া ও আমিনুল ইসলাম।
মধ্য নিজপাড়া কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল কাফি জানান, আটককৃতদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রেগুলোতে ভোটার প্রস্তুতি বাড়ছে। বিশেষ করে মহিলা ভোটারের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আতাউল হক বলেন, ‘ধাপেরহাট ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৪০৩ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৫৯৬ জন ও নারী ১২ হাজার ৮০৭ জন। সকাল ৮টা থেকে ১২টি ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে।’
এছাড়া জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের একটি ওয়ার্ডের সদস্য পদে ও সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের একটি ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম খলিল জানান, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটারদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিস্থিতিতে ভোট গ্রহণ চলছে।