বলিউডের ফ্যাশনেবল সুপারস্টার সালমান খান সবসময় আলোচনায় থাকেন সিনেমা কিংবা সম্পর্কের বিচিত্র খবরে। তিনি যে ফ্যাশন সচেতন তা ভক্তদের বুঝতে বাকি নেই। এবার আলোচনায় এলেন তার হাত ঘড়িটির জন্য।
ভারতীয় গণমাধ্যম সিয়াসাত ডটকমের এক প্রতিবেদন থেকে জানা গেছে, জনপ্রিয় অভিনেতা সালমান খান হিরার তৈরি ২৩.৫৪ কোটি রুপির ঘড়ি ব্যবহার করছেন।
তাদের দাবি, সালমান খানের ব্যবহৃত ঘড়িটি প্রস্তুত করেছে সুইজারল্যান্ডের বিলাসবহুল ব্র্যান্ড পাটেক ফিলিপ। ৮.৬৬ ক্যারেটের ১৩০টি হিরা ব্যবহার করা হয়েছে ঘড়িটিতে। এই হাতঘড়ির মূল্য ২৩.৫৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩১ কোটি ২০ লাখ টাকার বেশি)।
তবে পাটেক ফিলিপের অফিশিয়াল ওয়েবসাইটে গেলে দেখা যায়, ঘড়ির অন্যান্য তথ্য সব ঠিক আছে কিন্তু এর মূল্য উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি। কিন্তু অভিনেতার তরফ থেকে ঘড়িটি নিয়ে কোনো মন্তব্য শোনা যায়নি। ঘড়িটির দাম শুনে অনেকে অবাক হলেও অবিশ্বাস করছেন না নেটিজেনরা। কারণ সামর্থ্য আর শখ মিলে গেলেই ইচ্ছাগুলো পূরণ হওয়া সম্ভব।