যাচাই- বাছাইয়ের নামে কালক্ষেপণ বন্ধ করে দ্রুত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করতে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
শনিবার (২ মার্চ) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, যাচাই- বাছাইয়ের নামে কালক্ষেপণ বন্ধ করে দ্রুত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করতে হবে।
সেইসঙ্গে সারা দেশের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিচালনার দায়িত্ব মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেয়া আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে দেশবিরোধী হায়েনারা চক্রান্ত করছে দাবি করে তিনি বলেন, তাদের প্রতিহত করতে মুক্তিযোদ্ধাসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়েই এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে মন্তব্য করে আওয়ামী লীগের সিনিয়র এ নেতা বলেন, দলটিকে আরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সংবর্ধনা দেয়া হয়।