Homeরাজনীতিঅপশক্তি নির্মূল না হলে রাজনৈতিক স্বস্তি ফিরবে না: কামরুল ইসলাম

অপশক্তি নির্মূল না হলে রাজনৈতিক স্বস্তি ফিরবে না: কামরুল ইসলাম

মুক্তিযুদ্ধের বিপক্ষের অপশক্তিকে নির্মূল করতে না পারলে দেশে রাজনৈতিক স্বস্তি ফিরবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের হেমায়েতপুরে ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের উদ্যোগে আয়োজিত বইমেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

কামরুল ইসলাম বলেন, ‘যে লড়াই ১৯৫২ সালে শুরু হয়েছিল, সেই লড়াই এখনও চলছে একই শক্তির বিরুদ্ধে। সবার প্রতি আহ্বান থাকবে, ঐক্যবদ্ধ হয়ে যেন এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করি, তাদের নির্মূল করি।’

এরা কোনো অবস্থাতেই দেশটাকে আবার গ্রাস করতে না পারে সে দিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা।

তিনি বলেন, ‘অসাম্প্রদায়িক দেশকে সাম্প্রদায়িক বানানোর অপচেষ্টা করতে দেয়া যাবে না। তারা ভারত বিদ্বেষী এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকে ধ্বংস করতে হবে।’

নতুন প্রজন্মের উদ্দেশ্যে কামরুল ইসলাম বলেন, ‘বই পড়তে হবে। বেশি করে বই পড়ো। তাহলে নিজেদের চিনতে পারবে, দেশ এবং মুক্তিযুদ্ধকে চিনতে পারবে। বই পড়ার মাধ্যমে নিজেকে আত্মস্থ করতে হবে।’

Exit mobile version