টেবিলের তলানিতে থাকা দলের কাছে পয়েন্ট খুইয়েছে রোনালদোহীন আল নাসর। চার বার লিড নিয়েও জয় তুলে নিতে পারেনি তারা।
সৌদি প্রো লিগের ম্যাচে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে তালিসকার হ্যাটট্রিকের পরও আল-হাজেমের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করেছে আল নাসর।
সৌদি প্রো লিগে মোট দলের সংখ্যা ১৮। আল আওয়াল স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতের লড়াইটা ছিল টেবিলের দুইয়ে থাকা আল নাসর ও ১৮তম স্থানে থাকা আল-হাজেমের। আগের ম্যাচে অশ্লীল অঙ্গভঙ্গির কারণে এ ম্যাচে ছিলেন না নাসরের প্রধান তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। টেবিলের তলানিতে থাকা দলের বিপক্ষে তার অনুপস্থিতি নিয়ে হয়তো কোনো চিন্তাও ছিল না দলের। কিন্তু মাঠের লড়াইয়ে এদিন টেবিল ব্যবধানের পার্থক্যটা বুঝতেই দেয়নি আল-হাজেমের ফুটবলাররা। চার বার পিছিয়ে থেকেও তারা ম্যাচে ফিরে পয়েন্ট আদায় করে নিয়েছে।
এদিন ম্যাচ শুরুর ৩১তম মিনিটে পেনাল্টি থেকে আল নাসরকে লিড এনে দেন তালিসকা। প্রথমার্ধে এই ১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা। আসল লড়াই জমে ওঠে ম্যাচের দ্বিতীয়ার্ধে। যেখানে উভয় দল মিলে করে ৭ গোল। ৫৩তম মিনিটে কর্নার থেকে করা সতীর্থের ক্রস গোলবারের সামনে পেয়ে জালে জড়ান হাজেমের মিডফিল্ডার আহমাদ আল মেমেইদ। এর ৮ মিনিট পরই আবার লিডে পায় আল নাসর। বক্সে সতীর্থের পাস দখলে নিয়ে আয়মান ইয়াহিয়া নিখুঁত পাস দেন তালিসকাকে। অনেকটা অরক্ষিত থাকা ব্রাজিলিয়ান মিডফিল্ডার গোলরক্ষকে পরাস্ত করে বল জালে জড়ান। তবে লুইস কাস্ত্রোর শিষ্যদের বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেননি ড্যানিয়েল ক্যারেনোর শিষ্যরা।
অফসাইড ফাঁদ এড়িয়ে আল-জুওয়াইদের দূরপাল্লার ক্রস দখলে নিয়ে দ্রুত বক্সে ঢুকে গোল করেন তোজে। নাসরের খেলোয়াড়দের জোর আবেদনে ভিআর চেকে গোলের বৈধতা নিশ্চিত করেন রেফারি। ৭১ মিনিটে আবারও এগিয়ে যায় আল নাসর। বাঁ প্রান্ত থেকে অ্যালেক্স তেলেসের ক্রস গোল বারের সামনে থেকে হেডে জালে জড়ান তালিসকা। পূর্ণ করেন হ্যাটট্রিক। এর ১১ মিনিট পর আবার সমতায় ফেরে হাজেম। বাঁ প্রান্ত থেকে সতীর্থের ক্রস নাসরের এক ডিফেন্ডারের বাধার পরও বক্সে পেয়ে যান ফাইজ সেলেমানি। পেনাল্টি এরিয়া থেকে ঠিকানা খুঁজে নিতে কোনো ভুল করেননি তিনি। তাতে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ৩-৩ সমতায়।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পেনাল্টি ভাগ্যে আবারও লিড নেয় আল-নাসর। সফল স্পটকিক নেন সাদিও মানে। কিন্তু চার বারের মতো এগিয়ে গিয়েও শেষ হাসি হাসতে পারেনি কাস্ত্রোর শিষ্যরা। যোগ করা সময়ের শেষদিকে সতীর্থের ক্রস বক্সে জটলার মধ্যে থেকে জালে জড়ান পাওলো রিকার্দো। ৪-৪ সমতায় শেষ হয় ম্যাচ।
তাতে শিরোপার দৌড়ে আল-হিলালের সঙ্গে ব্যবধানটা আরও বেড়ে গেল আল-নাসরের। ২১ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আল-হিলাল। ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান রোনালদো-তালিসকাদের। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৮তম স্থান থেকে ১৭তম স্থানে উঠে এসেছে আল-হাজেম।