নুরুজ্জামান হোসেন হিলি প্রতিনিধি।।
জাতীয় ৬ষ্ঠ ভোটার দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য হলো “সঠিক তথ্যে ভোটার হব স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো “।
শনিবার (২ মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের আয়োজনে অফিস চত্বর হতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।এ সময় উপজেলা এসি ল্যান্ড লায়লা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শিমুল সরকার, বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম , হাকিমপুর প্রেস ক্লাবে সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বুলু, হিলি পাবলিক স্কুল, হাকিমপুর ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা সহ অনেকে।
এসময় বক্তারা জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরেন।