যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান থেকে ত্রাণ সহায়তা ফেলবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১ মার্চ) সাংবাদিকদের বাইডেন বলেন, ‘আমাদের আরও বেশি কিছু করতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র আরও কিছু করবে।’
তিনি জানান, সাগরপথে গাজায় ত্রাণ সহায়তা পৌঁছে দিতে একটি মেরিটাইম করিডর স্থাপনের বিষয়ে ভাবছে তার দেশ।
বাইডেন ত্রাণ সহায়তা ফেলার ঘোষণা দিলেও তা কবে নাগাদ ফেলা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষ নাগাদ এই কার্যক্রম শুরু হতে পারে।
একই বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি বলেন, গাজায় প্রবাহিত সহায়তা মোটেও যথেষ্ট নয়। এ সময় তিনি জোর দিয়ে বলেন, ‘এ ক্ষেত্রে বিমান থেকে ত্রাণ ফেলা একটি টেকসই প্রচেষ্টা হয়ে উঠবে।’ তিনি জানান, মার্কিন সেনাবাহিনী সামরিক বাহিনীর জন্য প্রস্তুতকৃত খাবার ফেলতে পারে।
এদিকে আসন্ন পবিত্র রমজানে গাজায় যুদ্ধবিরতির হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিবিসি বলছে, হোয়াইট হাউসে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘মুসলিমদের পবিত্র মাস শুরু হতে চলেছে ১০ বা ১১ মার্চ থেকে, ততক্ষণে আপনি একটি চুক্তি (গাজায় যুদ্ধবিরতি) আশা করছেন কিনা? জবাবে বাইডেন বলেন, ‘আমি তাই আশা করছি। আমরা এখনও এটির জন্য কঠোর পরিশ্রম করছি।’
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, রমজানের শুরু থেকে সব সামরিক অভিযান ৪০ দিনের বিরতির বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি এসময় গাজায় সাহায্যের প্রবাহও বৃদ্ধি পাবে।