বন্ধ হয়ে যাচ্ছে কম্বোডিয়ার ‘পুরনো ইংরেজি ভাষার সংবাদপত্র’ দ্য নম পেন পোস্ট। শুক্রবার (১ মার্চ) পত্রিকাটির অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিজ্ঞাপনে আয় কমে যাওয়া এবং প্রযুক্তিগত উদ্ভাবনের বিরুদ্ধে প্রতিযোগিতায় টিকতে ব্যর্থ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে পত্রিকাটির মালিকপক্ষ।
পোস্টে দেয়া ঘোষণায় বলা হয়, কোভিড-১৯ সময়কাল এবং পরবর্তী অর্থনৈতিক মন্দার মধ্যে গত কয়েক বছর ধরে পত্রিকাটি ক্ষতির মধ্যে রয়েছে। এছাড়া প্রযুক্তির দ্রুত অগ্রগতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদের ব্যাপক প্রচলন কোম্পানিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
ঘোষণায় মালিক পক্ষ জানায়, গত ৩০ বছরেরও বেশি সময় ধরে ‘স্বাধীন, পেশাদার সংবাদপত্র’ প্রকাশ চালিয়ে যাওয়ার জন্য আরও তহবিল গঠনের প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি।
পোস্টে পত্রিকাটি আরও জানায়, আগামী ২৯ মার্চের পর থেকে সংবাদপত্রটির ইংরেজি ও খেমার সংস্করণের প্রকাশনা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের শেয়ারহোল্ডাররা।
প্রিন্ট সংস্করণ বন্ধ হলেও নম পেন পোস্টের অনলাইন সংস্করণ চালু থাকবে। তবে বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করেনি সংশ্লিষ্টরা।