Homeআন্তর্জাতিকইমরানপন্থি স্লোগানে উত্তাল পার্লামেন্ট, তার মধ্যেই নতুন সদস্যদের শপথ

ইমরানপন্থি স্লোগানে উত্তাল পার্লামেন্ট, তার মধ্যেই নতুন সদস্যদের শপথ

পাকিস্তানের ১৬তম জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশনে শপথ নিয়েছেন পার্লামেন্টের নতুন সদস্যরা (এমপি)। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) তাদের শপথ পাঠ করান স্পিকার রাজা পারভেজ আশরাফ। খবর জিও নিউজের।

জাতীয় পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে এদিন শপথ নেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরিফ, দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ জারদারি, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ও জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআই-এফ) প্রধান মওলানা ফজলুর রেহমান।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্ট অধিবেশনে জাতীয় সংগীত শেষ হওয়ার পরপরই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত আইনপ্রণেতারা স্লোগান দেয়া শুরু করেন। তারা আগেই জানিয়েছিলেন, নির্বাচনে কারচুপির বিরুদ্ধে আজকের অধিবেশনে প্রতিবাদ জানানো হবে। তবে স্পিকারের অনুরোধে তারা মীমাংসা করেন এবং পরে সব সদস্যরা শপথ গ্রহণ করেন।

অন্যদিকে, শপথ নেয়ার পর সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) আইনপ্রণেতারা স্পিকারের কাছে তাদের ‘পয়েন্ট অব অর্ডারে’ কথা বলার অনুমতি দেয়ার অনুরোধ জানান। তবে স্পিকার তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে জানান, তারা সদস্য হিসেবে নিবন্ধন করার পরেই তাদের পয়েন্ট অব অর্ডার তুলতে পারবে।

নিবন্ধন করার মধ্যেই এসআইসি’র আইনপ্রণেতারা ‘কয়েদি নম্বর ৮০৪’ বলে স্লোগান দিতে থাকেন। কারণ আদিয়ালা জেলে কারাবন্দি ইমরান খানকে এই নম্বর দেয়া হয়েছে। তাদের স্লোগানের পর পিএমএল-এনের আইনপ্রণেতারা ‘ঘড়ি চোর’ বলে পাল্টা স্লোগান দেন।

উল্লেখ্য, পিটিআই সমর্থিত বিরোধী দলের সঙ্গে জোট করেছেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের আইনপ্রণেতারা।

Exit mobile version