সিরিয়ার দামেস্কে ইসরাইলের বিমান হামলায় দুই হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এ হামলা চালায় ইসরাইল।
এক বিবৃতিতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দামেস্কের বিভিন্ন স্থান লক্ষ্য করে ইসরাইলি সেনারা বিমান হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তবে আমরাও এই হামলার জবাব দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়েছি এবং ইসরাইলের হামলা প্রতিহত করেছি।’
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর বলেছে, ইসরাইলি হামলায় দুই সিরীয় হিজবুল্লাহপন্থি যোদ্ধা নিহত হয়েছে। তারা দামেস্কের কাছে দুটি স্থানে লেবাননের হিজবুল্লাহসহ ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এ হামলা সম্পর্কে ইসরাইলি সেনাবাহিনীকে প্রশ্ন করা হলে তারা বার্তা সংস্থা এএফপিকে বলেছে, ‘আমরা বিদেশি মিডিয়ার প্রতিবেদনে কোনো মন্তব্য করি না।’