মিয়ানমারের সাগাইন অঞ্চল দখলের পর প্রায় পুরো একটি শহর জ্বালিয়ে দিয়েছে জান্তা বাহিনী। সপ্তাহ দুয়েক আগে কাউলিন নামের ওই শহরটি বিদ্রোহীদের কাছ থেকে দখল করে নেয় জান্তা সেনারা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শহরের প্রায় ৮০ শতাংশই জ্বালিয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, ড্রোন থেকে নেয়া একটি ছবিতে দেখা গেছে, শহরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। এর আগে, গত বছরের নভেম্বরের ৬ তারিখে জাতীয় ঐক্যের সরকারের সশস্ত্র বাহিনী পিপলস ডিফেন্স ফোর্স ওই শহর দখল করে নেয়। পরে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জান্তা বাহিনী শহরটি পুনর্দখল করে।
জানা গেছে, শহরটির ৮টি ওয়ার্ডে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া এর আশপাশের আরও ১০টি গ্রামেও আগুন দিয়েছে জান্তা সেনারা।
এ বিষয়ে কাউলিন শহরের পিডিএফ বাহিনীর এক সদস্য ইরাবতীকে বলেছেন, ‘কোনো ধরনের সহিংসতা ছাড়াই ঘটনার দিন ইন বোকে গ্রামে আগুন লাগিয়ে দেয়া হয়।’
কাউলিন দখল করার পর থেকে শহরের বড় বড় দালানগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে জান্তা বাহিনী এবং তাদের দৃষ্টিসীমার জন্য বাধা হয়ে দাঁড়ায় এমন সব স্থাপনা তারা জ্বালিয়ে দিয়েছে। অগ্নিসংযোগের কারণে কাউলিন শহর ও আশপাশের গ্রামগুলোর অন্তত ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।