কলেরা ছড়িয়ে পড়ার আতঙ্কে নরওয়ের একটি জাহাজকে রাজধানী পোর্ট লুইসের বন্দরে ভিড়তে দেয়নি মরিশাস।
নরওয়েজিয়ান ডন নামের ওই জাহাজে থাকা অন্তত ১৫ জনকে আলাদা করে রাখা হয়েছে। সন্দেহ করা হচ্ছে তারা সুস্থ নন।
মরিশাস কর্তৃপক্ষ জানিয়েছে স্বাস্থ্যঝুঁকি এড়াতে জাহাজটিকে আটকে দেয়া হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) পরীক্ষার জন্য তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার এর ফলাফল পাওয়া যাবে।
দক্ষিণ আফ্রিকায় ভ্রমন করার সময় ওই যাত্রীদের পাকস্থলিতে মৃদু উপসর্গ দেখা যায়। একজন ডাচ যাত্রী জাহাজের ক্যাপ্টেনের বরাত দিয়ে জানান, তাদেরকে সতর্ক করা হয়েছে এই বলে যে, সেখানে কলেরা ছড়িয়ে পড়ার আতঙ্ক রয়েছে।
কয়েক মাস ধরে আফ্রিকার দক্ষিণাঞ্চলে কলেরার প্রাদুর্ভাব ঘটেছে। জাতিসংঘের দেয়া তথ্যমতে আফ্রিকার দক্ষিণাঞ্চলের প্রায় ৭টি দেশের অন্তত এক লাখ ৪৪ হাজার মানুষ কলেরায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩ হাজার মানুষ মারা গেছেন।
ওই জাহাজে ২ হাজার ১৮৪ জন যাত্রী ছিলেন। জাহাজের ক্রু ছিলেন ১ হাজার ২৬ জন। এর মধ্যে ২ হাজার জন যাত্রীর পোর্ট লুইসে নামার কথা ছিল। একই সময়ে জাহাজটিতে ওঠার কথা ছিল ২ হাজার যাত্রীর।