গোপনে বিয়ে সারলেন বলিউডের ‘স্টাইল’ সিনেমা খ্যাত অভিনেতা সাহিল খান। বিয়ে সেরেই ২৬ বছরের ছোট বিদেশিনী মিলেনার সঙ্গে অন্তঃরঙ্গ মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি।
দীর্ঘ সময় অভিনয় জগত থেকে দূরে রয়েছেন সাহিল। তবে বিয়ে করে হঠাৎই আলোচনার তুঙ্গে তিনি। কারণ বিদেশি কম বয়সী পাত্রীকে বিয়ে করেছেন এ অভিনেতা। সাহিল আর মিলেনার বয়সের পার্থক্য ২৬ বছর।
বিয়ে সেরে স্ত্রীর ছবি পোস্ট করে সাহিল বলেন, বেলারুশের নাগরিক মিলেনার বয়স এখন ২১। কিছুদিন হলো লেখাপড়া শেষ করেছে।
৪৭ বছর বয়সী সাহিল বিয়ের পর অনেকটাই আবেগী হয়ে উঠেছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, অনুভূতিটা সত্যি অদ্ভূত। এখন বুঝতে পারছি, মানুষ কেন বিয়ে করে। বিয়ে আমাকে আগের চেয়ে বেশি আবেগপ্রবণ করে তুলেছে।
সাহিল খানের এটি দ্বিতীয় বিয়ে। মিলেনার আগে ২০০৩ সালে ইরানি বংশোদ্ভূত নরওয়েজিয়ান অভিনেত্রী নেগার খানকে বিয়ে করেন সাহিল। ২০০৫ সালে সে সম্পর্ক ভেঙে যাওয়ার পর দীর্ঘ ১৯ বছর দ্বিতীয়বার বিয়ে করলেন তিনি।
প্রসঙ্গত, ২০০১ সালে ‘স্টাইল’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সাহিল খান। বক্স অফিস হিট করা একের পর এক সিনেমা দর্শকদের উপহার দিয়ে হঠাৎই ২০১০ সালে সিনেমা থেকে সরে দাঁড়ান তিনি। ব্যবসায় মনোযোগী হয়ে বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন এ বলিউড অভিনেতা।