বিচ ফুটবল বিশ্বকাপে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সেই দলটা এবারও উঠেছে ফাইনালে। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে হেক্সা মিশন পূর্ণ করার লক্ষ্যে ইতালির মুখোমুখি হবে সেলেসাওরা।
মাঠের ফুটবলে সময়টা ভালো চলছে না ব্রাজিলের। বড় টুর্নামেন্টে একের পর এক ব্যর্থতায় জর্জরিত দলটি। তবে বিচ ফুটবলে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে ব্রাজিলিয়ানরা। পাঁচবারের চ্যাম্পিয়ন দলটির সামনে এবার ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন।
সংযুক্ত আরব আমিরাতে বসেছে বিচ ফুটবল বিশ্বকাপের এবারের আসর। ১৬ দলের লড়াইয়ের পর্দা নামতে যাচ্ছে রোববার ব্রাজিল-ইতালি ফাইনালের মধ্য দিয়ে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে ৫-৩ গোলে জয়ের পর শক্তিশালী পর্তুগালকে ৩-২ গোলে হারায় ব্রাজিল। টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল, গ্রুপপর্বের শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৪-৩ গোলে জিতে অপরাজিত তকমা ধরে রাখে সেলেসাওরা।
এরপর কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে জাপানকে ৮-৪ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। শেষ চারে ইরানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে রেকর্ড শিরোপার জয়ের দ্বারপ্রান্তে লাতিন জায়ান্টরা। অন্যদিকে, ব্রাজিলের প্রতিপক্ষ ইতালি দুইবার ফাইনাল খেললেও এখনো বিচ ফুটবলের এই বিশ্ব আসরের শিরোপা জিততে পারেনি।