রাজধানীর জুরাইনে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর।
রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) ঝুমা রানী সেন জানান, খবর পেয়ে সকালে জুরাইন রেলগেট ফ্লাইওভার ব্রিজের নিচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির। তিনি ওই এলাকাতেই থাকতেন এবং ভিক্ষাবৃত্তি করতেন।
ঝুমা রানী সেন জানান, ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্ত শেষে মর্গেই রাখা হবে।