যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে পুরোদমে প্রচারণায় মেতেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। প্রার্থীতার দৌঁড়ে একের পর এক প্রাইমারিতে জয় তুলে নিয়ে, বেশ ভালো সময় পার করছেন এ নেতা। এর মাঝে বাইডেনকে ব্যঙ্গ করে আবারও আলোচনায় ট্রাম্প।
স্থানীয় সময় শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সাউথ ক্যারোলাইনার এক গালা ডিনারে অংশ নেন ট্রাম্প। সেখানে সমর্থকদের উদ্দেশ্য বক্তব্যের এক পর্যায়ে বাইডেনের হাঁটা নকল করে দেখাতে থাকেন তিনি।
সেখানেই থেমে যাননি রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। সিক্রেট সার্ভিসের সদস্যদের প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে বেশি স্মার্ট বলে আখ্যা দেন তিনি।
ট্রাম্প বলেন,
সিক্রেট সার্ভিসের সদস্যরা তার থেকে (বাইডেন) অনেক বেশি বুদ্ধিদীপ্ত এবং মেধাসম্পন্ন। আর সিক্রেট সার্ভিস যখন একজন প্রেসিডেন্টের চেয়ে বেশি স্মার্ট হয়, তখন বিষয়টা দৃষ্টিকটু লাগে।
সাউথ ক্যারোলাইনায় কৃষ্ণাঙ্গদের আয়োজিত ওই অনুষ্ঠানে নিজেকে নিপীড়িত কৃষ্ণাঙ্গদের সাথেও তুলনা করেন ট্রাম্প। একের পর এক মামলা দিয়ে তাকে ধমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তার।
এদিকে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের প্রাথমিক পর্বে জিতেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ওই অঙ্গরাজ্যের সাবেক গভর্নর নিকি হ্যালি।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৩ ফেব্রুয়ারি) সাউথ ক্যারোলাইনায় প্রাথমিক ভোটে জয় পান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন ভোটে অংশগ্রহণ করেন কয়েক লাখ মানুষ।
এক জরিপে দেখা যায়, অঙ্গরাজ্যটির ১০ জনের ভেতরে ৭ জনই রিপাবলিকান এই প্রার্থীর সমর্থক। তাদের বিশ্বাস সাবেক প্রেসিডেন্টই পারবেন নভেম্বরের নির্বাচনে জয়ী হয়ে মার্কিন নাগরিকদের ভবিষ্যত নির্ধারণ করতে। ট্রাম্পের বিশ্বাস রিপাবলিকানরা ক্ষমতায় আসলেই সঠিক দিশা পাবে যুক্তরাষ্ট্র।