চীনের পূর্বাঞ্চলীয় শহর নানজিংয়ে একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৪৪ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৬টার দিকে ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, আগুন ধরার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়। ১৩০ জন দমকলবাহিনীর ব্যাপক প্রচেষ্টার পর স্থানীয় সময় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেছেন, আহত ৪৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আরেকজন গুরুতর আহত।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আগুনে পুড়ে যাওয়া ভবনটির ছবি ছড়িয়ে পড়েছে। সেসব ছবিতে দেখা গেছে, আগুন নিভে গেলেও ভবনটির দরজা-জানালা দিয়ে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।
স্থানীয় কর্মকর্তাদের অনুমান, ভবনটির নিচতলাতে আগুনের সূত্রপাত ঘটে। সেখানে বহু ইলেকট্রিক বাইক ছিল। তবে আগুন লাগার নির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।
এর আগে, গেল মাসে দেশটির মধ্যাঞ্চলীয় শহর জিনিইউতে এক দোকানে আগুন লেগে বহু মানুষ নিহত হয়। তার কয়েকদিন আগেই একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে অন্তত ১৩ জন শিক্ষার্থী নিহত হন।