বর্তমান সময়ের অভিনেত্রী ও মডেল অধরা খানের প্রেম নিয়ে অনেক কথা শোনা গেলেও মুখ খোলেননি তিনি। এবার হবু জীবন সঙ্গীকে সবার সামনে পরিচয় করিয়ে দিলেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) হবু স্বামীর জন্মদিন ছিল। সেদিনই তাকে প্রকাশ্যে নিয়ে আসলেন এই অভিনেত্রী। তিনি ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘হ্যাপি বার্থডে মাই বেবি। সুখের ১২ বছর।’
ছবি পোস্টের পর নেটিজেনদের জল্পনা বেড়ে গেছে। তবে তা পরিস্কার করলেন অভিনেত্রী নিজেই। তিনি জানান, ছবিতে রয়েছে তার হবু স্বামী। পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন হয়েছে ২০১৩ সালে।
অধরা খান বলেন, ‘তার নাম ফয়সাল। পারিবারিকভাবে আমরা পরস্পরকে চিনি। এভাবেই আমাদের সম্পর্ক গড়ে ওঠে। সে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, কানাডায় থাকে। তা ছাড়া একটি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে কাজ করছে। নেটওয়ার্কিং নিয়ে ফয়সালের লেখা একাধিক বই রয়েছে।’
সময় পেলেই অধরা ছুটে যান কানাডা। সেখান থেকেই দু’জনে ঘুরে বেড়ান বিভিন্ন দেশে। যদিও কবে নাগাদ বিয়ে করছেন? এমন প্রশ্নের উত্তরে অধরা খান বলেন, ‘এখনো বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি।’
উল্লেখ্য, ২০১৮ সালের ১৯ অক্টোবর তার প্রথম চলচ্চিত্র ‘নায়ক’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। চলচ্চিত্রটিতে তিনি বাপ্পি চৌধুরীর বিপরীতে অভিনয় করেছিলেন। এর এক সপ্তাহ পর, ২০১৯ সালের ২৬ অক্টোবর তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ‘মাতাল’ মুক্তি পায়। সেই সিনেমায় তিনি অভিনয় করেন সাইমন সাদিকের বিপরীতে।