মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুর জেলা কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা ২৪ ফেব্রুয়ারী (শনিবার) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সমিতির জেলা শাখার সভাপতি মো: সিরাজুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মাসুম কবিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাজিয়া পারভীন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আক্তার হোসেন শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদ্মাসেন সিংহ, কালেক্টরেট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মহসিন কবির ভূঁইয়া,প্রশাসনিক কর্মকর্তা নুর আলম চৌধুরী,ওয়াজ উদ্দিন,সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম,জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন চৌধুরী,সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রশাসনিক কর্মকর্তা মো: শামছুল আলম ভূঁইয়া, মো: জাহের উদ্দিন,উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা জিএম মোস্তাফিজুর রহমানসহ ১৩ কর্মকর্তা ও কর্মচারীকে ক্রেষ্ট,নগদ অর্থসহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন।
এসময় জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাসহ সমিতির জেলা পর্যায়ে অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।