Homeবিনোদনবিয়ে না করে নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছেন কাজলের বোন, কেন?

বিয়ে না করে নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছেন কাজলের বোন, কেন?

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। তাকে অনুসরণ করে বড় পর্দায় নাম লেখান ছোট বোন তানিশা মুখোপাধ্যায়। তবে ইন্ডাস্ট্রিতে মনে রাখার মতো তেমন কিছু করতে পারেননি তানিশা।

এদিকে বড় বোন কাজল বিয়ে করে সংসারী হলেও ৪৫ বছরের তানিশা সে পথে হাঁটেননি। অবশ্য নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন তিনি। আজ থেকে ৬ বছর আগে এ কাজ করেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি বিষয়টি ফের আলোচনায় এসেছে।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে মুখ খুলেছেন ‘সরকার’খ্যাত এই অভিনেত্রী। তিনি বলেন, ‘মানুষকে কৌতূহলী হতে দিন, তাদেরও অধিকার আছে এবং ব্যক্তিগত বিষয়ে আমারও অধিকার আছে।’

বিয়ের পরিকল্পনা নিয়ে তানিশা বলেন, ‘আমি মনে করি, বিয়ে চমৎকার একটি ইন্সটিটিউশন, যেসব মানুষ এটি বুঝেন, সঠিক মানুষ খুঁজে পান, তাদের জন্য এটি সুন্দর। আমি সবসময়ই বিয়ে করতে চাওয়ার প্রস্তাব দিয়েছি এবং সৃষ্টিকর্তা তা বারবার ফিরিয়ে দিয়েছেন। প্রত্যেক মানুষই বিশেষ এমন একজনকে খুঁজেন, যার সঙ্গে বৃদ্ধ হওয়া যায়।’

বিয়ে না করে ডিম্বাণু সংরক্ষণের বিষয় ব্যাখ্যা করে তানিশা বলেন, আমি আপাতত সন্তান চাই না। এ কথাই বার বার মাথায় ঘুরছিল। কিন্তু সন্তানধারণের বয়সটা মাথায় ছিল। চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেছি। অবশেষে ৩৯ বছর বয়সে নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছি। যদি যোগ্য পুরুষ পাই, তবেই এ ডিম্বাণু থেকে হবে আমার সন্তান। বিষয়টি নিয়ে আমি দারুণ খুশি।

এ বিষয়ে অভিনেত্রী আরও বলেন, ‘নারী মানেই যে সন্তান ধারণ করতে হবে, এই ধারণা সঠিক নয়। এছাড়া আপনার ইচ্ছা না হলে বিয়ে করবেন না। পাশে একজন পুরুষ মানুষ লাগবেই, তাকে নিয়ে জীবনে খুশি থাকতে হবে, এর মানে নেই। আপনি চাইলে একাও ভালো থাকতে পারেন।’

তানিশা বিয়ের জন্য সঠিক পুরুষ খুঁজে না পেলেও প্রেমের জন্য পেয়েছিলেন। অভিনেতা আরমান কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে মাত্র এক বছর স্থায়ী হয় সে সম্পর্ক। এর পরে উদয় চোপড়ার সাথে সম্পর্ক হলে সেটিও টেকেনি।

সর্বশেষ খবর