ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ বোর্নমাউথ। ডিন কোর্ট অ্যারেনায় ম্যাচ শুরু শনিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
এর আগে রাত ৯টায় ওল্ড ট্রাফোর্ডে ফুলহ্যামকে আতিথ্য দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে হারের বৃত্ত থেকে বের হতে বুন্দেসলিগায় লাইপজিগের বিপক্ষে লড়বে বায়ার্ন মিউনিখ। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরু রাত সাড়ে ১১টায়।
ক্রমশই কমছে ম্যাচ, পরিধি হচ্ছে ছোট। ২০ দলের শিরোপার লড়াই কাগজে কলমে এখনও উন্মুক্ত থাকলেও বাস্তবতা বলছে তা এখন ঠেকেছে তিনে। লিভারপুল, ম্যানসিটি আর আর্সেনাল। শিরোপার রেস আরও জমিয়ে তুলতে ২৬তম রাউন্ডে সিটিজেনরা যাবে প্রায় ৩০০ কিলোমিটার দূরের শহর বোর্নমাউথে।
ডিন কোর্ট অ্যারেনা প্রতিপক্ষের জন্য অপয়া হলেও ম্যানসিটির ইতিহাস ভিন্ন। নিজেদের ফুটবল ইতিহাসে কখনই বোর্নমাউথের বিপক্ষে না হারা সিটি শিবির এ ম্যাচেও টপ ফেভারিট। তবে ইনজুরির শঙ্কা থাকা কেভিন ডি ব্রুইনাকে নিয়ে ঝুঁকি নেবেন না গার্দিওলা।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে আগের ম্যচের একাদশ থেকে বিশ্রাম মিলতে পারে জন স্টোনস, বার্নাদো সিলভা, অস্কার ববের। আগের ম্যাচে গোল করেও সমালোচনায় বিদ্ধ আর্লিং হলান্ডের দিকে দৃষ্টি থাকবে এ ম্যাচে।
ভিন্ন ম্যাচে থিয়েটার অব ড্রিমে ভিন্ন সমীকরণ নিয়ে মাঠে নামছে সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহ্যামের বিপক্ষ জয় যে জমিয়ে দেবে সেরা চারের লড়াই।
তবে বিনা মেঘে বজ্রপাত এরিক টেন হ্যাগের তুরুপেরে তাস রাসমুস হয়লুনের ইনজুরি। মাসেল ইনজুরিতে থাকছেন না লুক শ’ও। বিসাকা, লিসান্দ্রো মার্টিনেজ, মার্শিয়ালতো নেই অনেকদিন থেকেই। সেক্ষেত্রে রাশফোর্ড, গার্নাচো, ব্রুনো ফের্নান্দেসেই খুঁজতে হবে ভরসা। গোলবারে আন্দ্রে ওনানা।
ইংল্যান্ড থেকে নজর ফেরানো যাক জার্মানিতে। বুন্দেসলিগাকে নিজেদের সম্পত্তি বানানো বায়ার্ন মিউনিখ শেষ কবে এতটা অস্বস্তিকর সময় পার করেছে হয়তো মনেও করতে পারবেন না সবচাইতে মেধাবী সমর্থকটাও। টানা তিন ম্যাচ হারা বাভারিয়ানদের সামনে এবার লাইপজিগ বাধা।
পয়েন্ট টেবিল বলছে অ্যালিয়েঞ্জ অ্যারেনা হলেও থমাস টুখেলের জন্য অপেক্ষা করছে ভীষণ চ্যালেঞ্জ। মৌসুম শেষে চাকরি ছাড়ার কথা বললেও এ ম্যাচ হারলে সে সুযোগ নাও পেতে পারেন টুখেল, অর্থাৎ ছাঁটাই হতে পারেন তিনি। লাইপজিগের বিপক্ষে ম্যাচে বায়ার্নের সম্ভাব্য ফর্মেশন ৪-২-৩-১।