সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই ফেসবুকে বিয়ের খবর শেয়ার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর জানিয়ে স্ত্রীর পরিচয়ও ভক্তদের জানান তামিম।
তামিমের স্ট্যাটাস থেকে জানা যায়, তামিমের স্ত্রীর নাম রাইসা ইসলাম। পারিবারিক আয়োজনে শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেন।
ফেসবুকে স্ত্রীর ছবি শেয়ার করে তামিম সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন। তবে তামিমের হঠাৎ বিয়ের পোস্টে অবাক হন নেটিজেনরা।
কারণ তামিম বিবাহিত ছিলেন। ২০১৯ সালে দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে ভালোবেসে বিয়ে করেন তিনি। সেই বিয়ের বিচ্ছেদের খবর এতদিন না জানিয়েই দ্বিতীয় বিয়ের খবর দেন তামিম।
এ প্রসঙ্গে তামিম অবশ্য ফেসবুকে স্পষ্ট করে লিখেছেন, ‘আমি অতীতে যেই সম্পর্কে ছিলাম সেটা অনেক আগেই ভেঙে গেছে। আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নিয়ে জনসম্মুখে আলোচনা হোক। কারণ এগুলো খুবই স্পর্শকাতর বিষয়।’
প্রসঙ্গত, অভিনয়শিল্পী, ইউটিউবার পরিচয় ছাড়াও তামিম টেক্সটাইল কোম্পানিতে চাকরি করেছেন। ইউটিউবে প্রায়ই নিজের গান প্রকাশ করেন। পাশাপাশি ছোট পর্দায় অভিনয়ও চালিয়ে যাচ্ছেন তামিম মৃধা।