আড়াই বছরের বেশি সময় পরে সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামছেন সার্জিও রামোস। এবার সেভিয়ার জার্সি গায়ে রিয়ালের মুখোমুখি হবেন এই কিংবদন্তি।
রিয়ালের সঙ্গে সম্পর্ক চুকেবুকে গেলেও সাবেক ক্লাবটির প্রতি ভালোবাসার কমতি নেই রামোসের। তাই প্রিয় দলের বিপক্ষে গোল পেলে তা উদযাপন করবেন না বলে জানিয়েছেন তিনি।
২০২১ সালে ১৬ বছরের অধ্যায়ের ইতি টেনে পিএসজিতে যোগ দেন রামোস। প্রথম মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের মুখোমুখি হওয়ার সুযোগ এসেছিল তার সামনে। কিন্তু ইনজুরির কারণে শেষ পর্যন্ত আর সাবেক দলের বিপক্ষে খেলতে পারেননি তিনি।
পিএসজিতে দুই মৌসুম কাটিয়ে গত বছরের সেপ্টেম্বরে শৈশবের ক্লাব সেভিয়ায় ফেরেন রামোস। এই ক্লাব থেকেই রিয়ালে যোগ দিয়েছিলেন তিনি। সেভিয়ায় ফেরার পরের মাসেই রিয়ালের বিপক্ষে মাঠে নেমেছিলেন রামোস। লা লিগার সেই ম্যাচে ঘরের মাঠে সেভিয়া রিয়ালকে ১-১ গোলে রুখে দেয়। আগামী রোববারের (২৫ ফেব্রুয়ারি) ফিরতি ম্যাচের আগে স্ট্রিমিং প্লাটফর্ম ডিএজেডএন-কে নিজের অনুভূতি জানান রামোস।
তিনি বলেন, ‘মনে হচ্ছে, আমি বাড়িতে ফিরতে যাচ্ছি। কারণ সেখানে আমি অনেক বছর কাটিয়েছি, আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো এবং ভক্ত, সতীর্থদের সঙ্গে চমৎকার স্মৃতি আছে সেখানে। এটি বিশেষ এবং আবেগঘন মুহূর্ত হবে।’
লিগে ২৫ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল। অন্যদিকে ধুঁকতে থাকা সেভিয়া আছে ১৫ নম্বরে। দুদলের শক্তির পার্থক্য বুঝলেও নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে লড়াই করতে চায় সেভিয়া। এই ৩৭ বছর বয়সী বলেন, ‘রেয়াল মাদ্রিদ প্রতি বছর সবকিছু জয়ের জন্য ফেভারিট। তারা ভালো সময় পার করছে, লিগের শীর্ষে আছে এবং তাদের অসাধারণ মানের সব খেলোয়াড় আছে। আমরা যে জায়গায় খেলতে যাচ্ছি, সেটা সম্পর্কে খুব ভালো করেই জানি এবং সেখানে আমরা ভালো খেলার চেষ্টা করব।’
রিয়ালের বিপক্ষে গোল পেলে যে তা উদযাপন করেন না, তাও নিশ্চিত করেন রামোস, ‘“সমর্থক এবং রেয়াল মাদ্রিদের সবার প্রতি আমার অনেক শ্রদ্ধাবোধ আছে এবং আমি যদি গোল করি, তাহলে উদযাপন করব না। কিন্তু সেই গোল যদি আমাদের জয়ের জন্য যথেষ্ট হয়, আমি খুশি হব, কারণ তিন পয়েন্ট আমাদের জন্য খুব ভালো হবে।’