বিএনপির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় নেতাকর্মীদের প্রবেশে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
তবে নেতাকর্মীদের অনুষ্ঠানে সঠিক সময়ে প্রবেশে বাধা দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
তিনি গণমাধ্যমকে বলেন, অনুষ্ঠানের অনুমতি নেয়া থাকলেও ৪৫ মিনিট ধরে সেলিমা রহমানসহ সিনিয়র নেতাদের অনুষ্ঠানের হলরুমে ঢুকতে দেয়া হয়নি।
এ অবস্থায় আবারও শীর্ষ থেকে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীনদের নির্যাতন ও নিপীড়নের চিত্র ফুটে ওঠে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, সেলিমা রহমান ও জমিরউদ্দিন সরকারের উপস্থিত থাকার কথা ছিল।
পরে সেলিমা রহমান বলেন, আন্দোলনের মাধ্যমেই ভোটাধিকার ফিরিয়ে আনা হবে।