Homeআন্তর্জাতিকআফগানিস্তানে ভয়াবহ তুষারধস, ২৫ জনের প্রাণহানি

আফগানিস্তানে ভয়াবহ তুষারধস, ২৫ জনের প্রাণহানি

আফগানিস্তানের পূর্বাঞ্চলের নুরিস্তান প্রদেশের নোরগারাম জেলার একটি গ্রামে তুষারধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও আটজন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) প্রদেশটির তথ্য ও সাংস্কৃতিক প্রধান জামিউল্লাহ হাশিমি বলেন, ‘এখনো তুষারপাত হচ্ছে। তার মধ্যেই উদ্ধারকাজ চলছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে নোরগারাম জেলার তাতিন দারা এলাকায় ভারি বৃষ্টি ও তুষারপাতের কারণে এই হতাহতের ঘটনা ঘটে। এতে অন্তত ২০টি বাড়ি ধ্বংস ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রদেশটির গণপূর্ত বিভাগের প্রধান মৌলভি মোহাম্মদ নবী আদেল জানিয়েছেন, মেঘ ও বৃষ্টির কারণে হেলিকপ্টার নুরিস্তানে অবতরণ করতে পারছে না। এছাড়াও তুষারে প্রদেশটির প্রধান সড়কগুলোকে ঢেকে গেছে। যার ফলে উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়েছে।

এদিকে, রাজধানী কাবুলসহ আফগানিস্তানের অন্য বেশ কিছু অঞ্চলেও রোববার বিকেল থেকে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে বলে জানা গেছে।

পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ নুরিস্তানের বেশিরভাগ এলাকাজুড়েই পাহাড়ী বন। আর এর দক্ষিণ প্রান্তে রয়েছে হিন্দুকুশ পর্বতশ্রেণী।

সর্বশেষ খবর