Homeখেলাআবারও ইনস্টাগ্রাম চালু করলেন বেনজেমা

আবারও ইনস্টাগ্রাম চালু করলেন বেনজেমা

গেল বছরের ২৬ ডিসেম্বর ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের বিপক্ষে হেরেছিল করিম বেনজেমার ক্লাব আল ইত্তিহাদ। এরপরে ফরাসি তারকা বেনজেমা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে রাখেন। দুই মাস পরে আবারও সেটি চালু করলেন।

মূলত রোনালদোর বিপক্ষে হেরে যাওয়ার পরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বেনজেমা। ভক্তরা তার ইনস্টাগ্রামে এসে শক্ত কথা বলতে থাকেন। পরে বাধ্য হয়ে অ্যাকাউন্ট বন্ধ করে দেন। দীর্ঘদিন পরে আবারও সেটি চালু করেছেন তিনি। তবে পূর্বের থেকে বেশ কিছু পরিবর্তন সেখানে চোখে পড়েছে।

নাসরের বিপক্ষে ৫-২ গোলে হেরে যাওয়ার সময়ে বেনজেমার ইনস্টা ফলোয়ার ছিলেন প্রায় ৭৬ মিলিয়ন। তবে চালু করার পরে সেটি কমে ৭৫.৭ মিলিয়নে দাঁড়িয়েছে। আবার এর আগে তিনি ১৩৭ জনকে অনুসরণ করতেন। বর্তমানে সেই তালিকায় রেখেছেন মাত্র ৭ জনকে, যারা তার স্পন্সরে রয়েছে।

এ দিকে অ্যাকাউন্ট থেকে ফুটবল বিষয়ক সকল ধরণের ছবি তিনি মুছে ফেলেছেন। সেখানে কেবল তার ব্যালন ডি’অরের ছবি শোভা পাচ্ছে। এখন পর্যন্ত ইত্তিহাদের জার্সিতে ২০ ম্যাচ থেকে ১২টি গোল করেছেন বেনজেমা।

Exit mobile version