লিওনেল মেসিতে মত্ত যুক্তরাষ্ট্র। ম্যাচের পর ম্যাচ হারলেও এমএলএসের নতুন মৌসুমের সবচেয়ে বেশি বিক্রিত ম্যাচগুলোর মধ্যে ২৫টিই ইন্টার মায়ামির। বিশ্বের ৪৪টি দেশের মেসি ভক্তরা কিনছেন ইন্টার মায়ামির ম্যাচের টিকিট। যুক্তরাষ্ট্রভিত্তিক টিকিটিং ওয়েবসাইট স্টাবহাব জানাচ্ছে এমন খবর।
লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর বদলে গেছে ইন্টার মায়ামির চিত্র। যুক্তরাষ্ট্রে যে ক্লাবটার তেমন পরিচিতি ছিল না, তাদের নাম এখন সবার মুখে মুখে। মায়ামির জন্য লিওনেল মেসি রীতিমতো আশীর্বাদস্বরূপ। তার হাত ধরে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো কোনো শিরোপার স্বাদ পেয়েছে দলটা। এখন তো বিশ্বব্যাপী পরিচিত এক নামই হয়ে উঠেছে ডেভিড বেকহ্যামের ক্লাব।
মেসি, সার্জিও বুসকেটস, লুইস সুয়ারেজ, আলবাদের দলে ভিড়িয়েও সুখের মুখ দেখতে পারছে না ইন্টার মায়ামি। হারতে হারতে একেবারে ক্লান্ত দলটা। প্রতিযোগিতামূলক ম্যাচে সবশেষ জয়ের মুখ দেখেছিল গেল বছরের সেপ্টেম্বরে। লিওনেল মেসিও নিজেকে খুঁজে ফিরছেন বহুদিন ধরে। শেষ কবে বল জালে জড়িয়েছেন এমএলটেন, তা হয়তো নিজেও ভুলতে বসেছেন। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে এশিয়া সফরেও লক্ষ্য পূরণে ব্যর্থ তারা।
সৌদি আরব, হংকং, জাপান সফরে মেসিকে এক নজর দেখতে স্টেডিয়ামজুড়ে দর্শকদের উপচেপড়া ভিড় ছিল। কয়েকগুণ বেশি দামে টিকিট কিনেছিলেন দর্শকরা। আর লিওকে দেখার জন্য ২০২৪ এ ইন্টার মায়ামির ২৫টি ম্যাচের টিকিট কিনেছেন বিশ্বের ৪৪ দেশের ভক্তরা। যেখানে, আশ্চর্যজনকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত আর্জেন্টাইনদের সংখ্যাই বেশি। ক্ষুদে জাদুকরের পায়ের জাদুতে বুঁদ হতে মায়ামি ম্যাচের টিকিট ক্রয়ে দর্শকদের আগ্রহ বেড়েই চলেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক টিকিট বিক্রির ওয়েবসাইট স্টাবহাবের এক পরিসংখ্যানে উঠে এসেছে, মায়ামির ম্যাচের টিকিটের চাহিদা গত বছরের তুলনায় দেড়গুণ বেড়েছে। ২০২৪-এ ইন্টার মায়ামির দশটি অ্যাওয়ে ম্যাচের টিকিট ক্রয়ের তালিকায় শীর্ষে রয়েছে। এরমধ্যে আছে আগামী ২৫ ফেব্রুয়ারি গ্যালাক্সির বিপক্ষে ম্যাচটিও।