Homeখেলাবার্সেলোনা ম্যাচের আগে গদি হারাচ্ছেন নাপোলির কোচ!

বার্সেলোনা ম্যাচের আগে গদি হারাচ্ছেন নাপোলির কোচ!

নভেম্বরে কোচের গদিতে বসে ১৬ ম্যাচে নাপোলিকে মাত্র ৫টি জয় এনে দিতে পেরেছেন ওয়াল্টার মাজ্জারি। নাপোলি ম্যানেজমেন্টের তো নাখোস হওয়ারই কথা! হয়েছেও তা-ই। নাখোস নাপোলি চাকরিচ্যুত করতে যাচ্ছে ইতালিয়ান কোচকে, সেটাও নাকি বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ২১ ফেব্রুয়ারি বার্সেলোনার মুখোমুখি হবে নাপোলি। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে কোচ বদল করার গুঞ্জন নাপোলির ডেরায়। ইতালিয়ান সাংবাদিক মাতেও মরেত্তোর মতে, মাজ্জারিকে বিদায় করার বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছে নাপোলি। তার জায়গায় স্লোভাকিয়ার জাতীয় দলের কোচ ফ্রান্সেসকো ক্যালজোনাকে দেখা যেতে পারে।

নাপোলির সঙ্গে এর আগেও কাজের অভিজ্ঞতা আছে ক্যালজোনার। মাউরিসিও সারির পর লিগ জেতানো কোচ লুসিয়ানো স্পালেত্তির সময়েও নাপোলির সহকারী কোচ ছিলেন তিনি। মাঝে কিছু সময় কাগলিয়ারির সহকারী কোচ ছিলেন ফ্রান্সেসকো। ২০২২ সালে নেন স্লোভাকিয়ার দায়িত্ব।

গত মৌসুমে ১৬ পয়েন্টে এগিয়ে থেকে নাপোলিকে লিগ জিতিয়েছিলেন স্পালেত্তি। তিনি দায়িত্ব ছাড়ার পর নাজুক অবস্থা নাপোলির। এবারের লিগে শিরোপা তো বহদূরের কথা, চ্যাম্পিয়ন্স লিগ এমনকি ইউরোপা লিগের টিকিটের দৌড়েও নেই তারা। ২৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আজ্জুরিরা রয়েছে টেবিলের নবম স্থানে।

Exit mobile version