Homeরাজনীতিজাপায় ফের অস্থিরতা, আরও এক নেতাকে অব্যাহতি

জাপায় ফের অস্থিরতা, আরও এক নেতাকে অব্যাহতি

জাতীয় পার্টিতে আবারও অস্থিরতা। একের পর এক শীর্ষ নেতা হারাচ্ছেন জাতীয় পার্টির জি এম কাদেরপন্থিরা।

এবার জাপার দশম জাতীয় সম্মেলনের প্রস্তুতি কমিটিতে কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক এবং সৈয়দ আবু হোসেন বাবলাকে যুগ্ম-আহবায়ক ঘোষণা করা হয়। এর কয়েকঘণ্টা পরই দল ও পদ থেকে অব্যাহতি পান বাবলা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে প্রস্তুতি কমিটি ঘোষণা করেন জাতীয় পার্টির স্বঘোষিত চেয়ারম্যান রওশন এরশাদ।

এ সময় রওশন এরশাদের পাশের দুই আসনে বসতে দেখা যায় জাপার দুই শীর্ষ নেতা কাজী ফিরোজ রশীদ এবং সৈয়দ আবু হোসেন বাবলাকে। দ্বাদশ সংসদ নির্বাচনে আসন সমঝোতায় জায়গা না পেয়ে দল থেকে মুখ ফিরিয়ে নেন শরিফুল ইসলাম সেন্টু, আর নির্বাচনে ভরাডুবির পর বর্তমান কমিটির সঙ্গে বিরোধিতায় জড়ায় দলের আরেক শীর্ষ নেতা বাবলা।

এদিকে জাতীয় পার্টির মহাসচিব বলছেন, পদত্যাগ না করে রওশনপন্থিদের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে আবু হোসেন বাবলা দলীয়শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তার বিষয়ে ব্যবস্থা নেবেন দলের চেয়ারম্যান।

জাতীয় পার্টিতে চলমান এই আভ্যন্তরীণ দ্বন্দ্ব কোথায় গিয়ে ঠেকবে এই নিয়েই যেন আলোচনা-সমালোচনার অন্ত নেই রাজনৈতিক মহলে।

সর্বশেষ খবর