কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক, সৈয়দ আবু হোসেন বাবলাকে কো-আহ্বায়ক ও গোলাম সারোয়ার মিলনকে যুগ্ম আহ্বায়ক করে জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন বাস্তবায়ন কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ৯ মার্চ অনুষ্ঠেয় জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন সম্পন্ন হওয়া পর্যন্ত জাতীয় পার্টির সম্মেলন বাস্তবায়ন কমিটিতে আহ্বায়ক হিসেবে কাজী ফিরোজ রশীদ, কো-আহ্বায়ক হিসেবে সৈয়দ আবু হোসেন বাবলা, যুগ্ম আহ্বায়ক হিসেবে গোলাম সরোয়ার মিলন, সদস্যসচিব হিসেবে সফিকুল ইসলাম সেন্টু এবং কোষাধ্যক্ষ হিসেবে অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান, যগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা কমিটির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্যসচিব ক্রমানুসারে সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।