নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁর মান্দায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা শিক্ষা অফিসার আবু বাসার শামসুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, ৪৯ নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এস.এম ব্রুহানী সুলতান মামুদ (গামা)।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু, মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী,উপজেলা রিসোর্স কর্মকর্তা কায়সার হাবিব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, মমিন শাহানা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মফিজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, সম্পাদক নওশাদ আলী, উপজেলার সকল প্রাথমিক বিদ্যালযয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা গণ সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।