যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া মোড়ে সন্ত্রাসীদের গুলিতে মানব মন্ডল (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন তিন যুবককে আটক করেছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে নটার দিকে এই ঘটনা ঘটে।
আহত মানব মন্ডল মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মৃণাল কান্তি মন্ডলের ছেলে।
আটকরা হলেন- অভয়নগর উপজেলার সমসপুর গ্রামের নারায়ন মন্ডলের ছেলে শিশির মন্ডল (৩০), বুইকরা গ্রামের মৃত সোহরবের ছেলে হান্নান (৩২) ও মনিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের অমল সরকারের ছেলে তন্ময় সরকার (১৮)।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ চৌধুরী জানান, মানব মন্ডল কুলটিয়া মোড়ে নিপুনের চায়ের দোকানে বসেছিলেন। এসময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা যায়নি। এছাড়া গুলি করার প্রকৃত কারণও জানা যায়নি।
তিনি আরও জানান, ঘটনার পরপরই অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটীতে ডিবির হাতে ৩ যুবক আটক হয়েছে। সন্দেহ করা হচ্ছে তারাই গুলি করে পালিয়ে যাচ্ছিল।