Homeরাজনীতিকারাগারে বিএনপির ১৩ নেতাকর্মীর মৃত্যু, তদন্তে হাইকোর্টে রিট

কারাগারে বিএনপির ১৩ নেতাকর্মীর মৃত্যু, তদন্তে হাইকোর্টে রিট

কারাগারে গত ৬ মাসে বিএনপির ১৩ নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি জানানো হয়েছে। হাইকোর্টে করা এক রিট আবেদনে মৃত্যুর ঘটনায় তদন্তের পাশাপাশি ১৩ নেতাকর্মীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি নির্দেশনা দেয়ারও দাবি জানানো হয়। কজলিস্টে অনর্ভুক্ত হলে আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের করা জনস্বার্থের ওই রিট আবেদনে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

আবদনের উদ্ধৃতি দিয়ে কায়সার কামাল গণমাধ্যম কর্মীদের জানান, গত কয়েক মাসে রাজনৈতিক আন্দোলনের কারণে হাজারো মানুষকে গ্রেফতার করা হয়েছে। তারা কারাবন্দি থাকা অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটেছে। তার মতে, এত মৃত্যুর নজির আর নেই।

তাই আবেদনে কারাগারে মৃত্যুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান ব্যাখ্যা করার নির্দেশ চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version