Homeসর্বশেষ সংবাদভোলায় পাঁচ কেজি গাঁজাসহ যুবক আটক

ভোলায় পাঁচ কেজি গাঁজাসহ যুবক আটক

কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি॥

ভোলায় পাঁচ কেজি গাঁজাসহ মো. রবি আলম (৪০) নামের এক যুবককে আটক করেছেন পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারী) দুপুর সোয়া ১ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা-লক্ষীপুর গামী লঞ্চঘাটের পল্টনের উপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. রবি আলম ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাটামারা, বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সেকান্তর আলীর ছেলে। পুলিশ জানিয়েছেন সে একজন সক্রিয় মাদক কারবারী।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার দুপুর সোয়া ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা-লক্ষীপুর গামী লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালিয়ে পল্টনের উপর থেকে মো. রবি আলম নামের এক যুবককে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

Exit mobile version