Homeআন্তর্জাতিকভোটের দুদিন পরেই ১২ মামলায় ইমরান খানের জামিন

ভোটের দুদিন পরেই ১২ মামলায় ইমরান খানের জামিন

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই- ইনসাফ দলের নেতা ইমরান খান জামিন পেয়েছেন। শনিবার( ১০ জানুয়ারি) পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী আদালত ১২ টি মামলায় জামিন দেন ইমরানকে। খবর: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

শনিবার সন্ত্রাসবাদ বিরোধী আদালতের বিচারক মালিক এজাজ আসিফ তার জামিন মঞ্জুর করেন।

সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ফলাফল ঘোষণার আগেই জামিন পেলেন ইমরান।

যেসব মামলায় ইমরান জামিন পেয়েছেন সবগুলোই গত ৯ মে দাঙ্গার সঙ্গে জড়িত।  ইসলামাবাদ হাই কোর্টে হাজিরা দিতে গিয়ে গত ৯ মে আদালত চত্বরে গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। তার গ্রেফতারের পর বিক্ষোভে ফেটে পড়ে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের নেতা-কর্মী-সমর্থকরা। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সেবার সেনানিবাস ও সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালান বলে অভিযোগ ওঠে ইমরান ও তার দল পিটিআই এর ওপর।

ইমরান যেসব মামলায় জামিন পেয়েছেন তার মধ্যে পাকিস্তানের সেনা হেডকোর্য়াটারে হামলা ও সামরিক বাহিনীর জাদুঘরে হামলাও রয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কুরেশিও ১৩টি মামলায় জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলাফল এখনও ঘোষণা হয়নি। যদিও আইনি জটিলতায় নির্বাচনে দল হিসেবে অংশ নিতে পারেনি পিটিআই কিন্তু ইমরানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯৯টি আসনে জয়ী হয়েছেন।

Exit mobile version