দেশে শিক্ষা ও তথ্যপ্রযুক্তির যথেষ্ট বিকাশ ঘটেছে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, বাংলাদেশ গত ১৫ বছরে অনেক এগিয়ে গেছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। শুধু শিক্ষা ও অর্থনীতির ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে।
তরুণ প্রজন্মই আগামী স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে জানিয়ে তিনি বলেন, যারা উন্নয়ন ও অগ্রযাত্রায় বাধা এবং প্রতিবন্ধকতা করার চেষ্টা করবে, তাদের পরাজিত করে রক্তের দামে কেন এই বাংলাদেশকে এগিয়ে যেতে হবে।
এজন্য নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানার তাগিদ দেন আওয়ামী লীগের সিনিয়র এ নেতা।