মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি।।
বাংলা ইশারা ভাষার প্রসার করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ০৭ ফেব্রুয়ারী (বুধবার) বাংলা ভাষা ইশারা দিবস উপলক্ষে আলোচনা সভা সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার। বক্তব্য রাখেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আবদুর রহমান, শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর, ইউনিয়ন সমাজ কর্মী মনোয়ার হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ, সমাজ সেবাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।