কাতারের আহমাদ বিন আলি স্টেডিয়ামে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) প্রথম সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়েছে জর্ডান। যে দলটা এর আগে কখনও এশিয়ান কাপের সেমিফাইনালেই খেলতে পারেনি। সেই জর্ডান এখন শিরোপা থেকে মাত্র এক জয় দূরে।
এশিয়ান কাপের প্রথম সেমিতে পরিষ্কার ফেবারিট ছিল দক্ষিণ কোরিয়া। র্যাঙ্কিংয়ের পাশাপাশি শক্তিমত্তার দিক দিয়েও জর্ডান থেকে বেশ এগিয়ে সন হিউং মিনের দল। তবে সেই দক্ষিণ কোরিয়াকেই হারিয়ে ইতিহাস গড়ল জর্ডান। জর্ডানের স্মরণীয় এই জয়ের নায়ক মুসা আল-তামারি। সতীর্থকে দিয়ে দলের প্রথম গোলটি করান তিনি, পরে নিজে করেন দুর্দান্ত এক গোল।
ম্যাচজুড়েই আক্রমণে আধিপত্য করে জর্ডান। মাত্র ৩০ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য মোট ১৭টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে তারা। দক্ষিণ কোরিয়ার ৮ শটের একটিও লক্ষ্যে ছিল না। তাদের সবচেয়ে বড় তারকা সন হিউং মিন ছিলেন নিজের ছায়া হয়ে।
গোলশূন্য প্রথমার্ধের পর ৫৩তম মিনিটে এগিয়ে যায় জর্ডান। মুসার দারুণ পাস বক্সে পেয়ে চিপ করে জর্ডানকে লিড এনে দেন ইয়াজান আল নাইমাত। ৬৬তম মিনিটে ব্যবধান বাড়ান মুসা। নিজেদের অর্ধ থেকে তিনি বল নিয়ে এগিয়ে যান। কোরিয়ার দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক গোল করেন তিনি।
শেষ পর্যন্ত দুই গোলের লিড ধরে রাখে জর্ডান। দ্বিতীয় সেমিফাইনালে বুধবার (৭ ফেব্রুয়ারি) এশিয়ান কাপের তিনবারের চ্যাম্পিয়ন ইরানের মুখোমুখি হবে স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কাতার।