মিয়ানমারের সঙ্গে সীমান্ত সমস্যার বিষয়টি জাতিসংঘের নজরে আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংসদের সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন,
আমরা কারও সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। বিষয়টি জাতিসংঘের নজরে আনবে বাংলাদেশ।
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে ওবায়দুল কাদের বলেন, সব কিছু মূল্যায়ন করে যোগ্যদেরকেই নারী আসনে স্থান দেবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সংরক্ষিত আসন ৪৮টি। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেয়ার কাজ চলবে তিন দিনব্যাপী। এরপর আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আগামী শনিবার (১০ ফেব্রুয়ারি) গণভবনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হবে। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভার সিদ্ধান্ত এটি। তবে দলীয় সমর্থন দেয়া হবে কিনা সে বিষয়ে বর্ধিত সভায় সবার মতামত নেয়া হবে।