বিশ্বব্যাপী গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন অভিনীত ‘ফাইটার’। বিগ বাজেটের সিনেমাটি এরমধ্যেই বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৪০০ কোটি টাকারও বেশি।
অন্যদিকে ‘ফাইটার’ মুক্তির ১১ দিনে ভারতীয় বক্স অফিসে ১৭৫ কোটি রুপি আয় করে নিয়েছে এ সিনেমা।
মুক্তির প্রথম সপ্তাহে তেমন একটা আয় করতে না পারলেও দ্বিতীয় সপ্তাহে বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি। আয়ের পরিমাণ একলাফে ৯০ শতাংশ বেড়ে যায়।
পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম দিন ২২.৫ কোটি রুপি ও দ্বিতীয় দিনে ৩৯.৫ কোটি রুপি আয় করে সিনেমাটি। তবে এর পরেই আয় আরও কমে যায়।
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় সিনেমায় হৃতিক অভিনয় করছেন স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে। অনিল গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকি এবং দীপিকা স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় অভিনয় করছেন।
‘ফাইটার’ প্রযোজনা করেছে ‘ভায়াকম ১৮ মোশন পিকচার্স’। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এর চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব। সিনেমাটিতে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।