রিয়াল মাদ্রিদ রেফারি কিনে বলে কিছুদিন আগে মন্তব্য করেছিলেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা ও কোচ জাভি হার্নান্দেজ। তাদের এমন মন্তব্যকে ‘নীচু’ কাজ বলে অ্যাখ্যায়িত করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
লাপোর্তা অভিযোগ করে বলেছিলেন, ‘আমরা প্রতিটা দিনই শক্তিশালী। রেফারির সিদ্ধান্তের (রিয়াল মাদ্রিদের পক্ষে) কারণে আমরা পয়েন্ট পাচ্ছি না। তবুও এ বছর আমরা আশাবাদী। দল উন্নতি করেছে।’
জাভি বলেছিলেন, ‘আমি এটা পছন্দ করি না। ওরা (রিয়াল মাদ্রিদ) রেফারিদের ওপর প্রভাব খাটায়। প্রতি সপ্তাহেই তারা এটা করে। বিষয়টা প্রতিযোগিতাকে একটু হলেও প্রশ্নবিদ্ধ করে।’
লাপোর্তা ও জাভির এমন মন্তব্য পেশাদার মনে করছেন না আনলচেলত্তি। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি মনে করি, আমি একজন পেশাদার লোক। পেশাদার হিসেবে আমি এতটা নীচে (লাপোর্তা ও জাভির মতো) নামতে পারব না। স্প্যানিশ ফুটবলের প্রতি আমার শ্রদ্ধা আছে। এ বিষয়ে আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না, আমি এত নীচু হতে পারব না।’
গত ২১ জানুয়ারি আলমেরিয়ার বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত দেন রেফারি। যার অধিকাংশই যায় রিয়ালের পক্ষে। এরপরই মূলত লস ব্লাঙ্কোসদের বিরুদ্ধে রেফারির ওপর প্রভাব খাটানোর অভিযোগ উঠে।