Homeখেলারোনালদোর মতো নয়, মেসি যা করে তাই করো

রোনালদোর মতো নয়, মেসি যা করে তাই করো

আর্জেন্টিনার উঠতি তারকা আলেহান্দ্রো গারনাচো যে মেসিকে ভালোবাসেন তা বেশ কয়েকবার জানিয়েছেন। তবে ফুটবলে এ তার আদর্শ মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো তা-ও লুকাননি। এমনকি গোল করে রোনালদোর মতো করে গোল উদযাপন করাটাকে তো তিনি অভ্যাসেই পরিণত করে ফেলেছেন। তবে তার এই উদযাপন অনেক আর্জেন্টিনা সমর্থকদের কাছেই পছন্দ নয়।

মেসি ও রোনালদোর সঙ্গে খেলা যে কোনো খেলোয়াড়ের জন্যই স্বপ্ন। আর সেই স্বপ্নটা এরই মধ্যে পূরণ হয়েছে আলেহান্দ্রো গারনাচোর। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সঙ্গে খেলার আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদোর সঙ্গে মাঠ ভাগাভাগি করেছেন এই তরুণ উইঙ্গার।

তবে আর্জেন্টাইন হওয়া সত্বেও রোনালদোর প্রতিই অনুরাগটা বেশি গারনাচোর। গোলের পর নিয়মিত রোনালদোর ‘সিউউ’ উদযাপন করা, রোনালদোর মতো করেই ওভারহেড শটে এভারটনের করা গোলে সেরা সময়ের রোনালদোর কথা স্মরণ ক্রিয়ে দিয়েছেন তিনি। এমনকি তাকে নিয়মিতই রোনালদোর ব্র্যান্ডের অন্তর্বাস ও বুট পরেও তাকে ঘুরে বেড়াতে দেখা যায়।

গারনাচোর এই রোনালদোপ্রীতি পছন্দ নয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সুপারস্টার অ্যাঞ্জেল ডি মারিয়ার। গারনাচোর মতো ডি মারিয়াও মেসি-রোনালদো দুজনের সঙ্গেই খেলেছেন। ওলেকে দেওয়া সাক্ষাৎকারে ডি মারিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল, তার আন্তর্জাতিক সতীর্থ গারনাচোর জন্য কোনো বিশেষ পরামর্শ দেবেন কি-না?

জবাবে ডি মারিয়া বলেন, ‘আমি শুধু যে জিনিসটা করতাম না তা হচ্ছে- রোনালদোর মতো করে উদযাপন করতাম না। আমি গোল করতে চাইতাম এবং সেটাই করতাম যা মেসি করে।’

তবে গারনাচোর প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই ডি মারিয়ার। স্বদেশী তরুণের প্রশংসার পাশাপাশি পরামর্শও দিয়েছেন তিনি। ডি মারিয়া বলেন, ‘সে খুব দ্রুত দৌড়াতে পারে, তার অবিশ্বাস্য সক্ষমতা আছে। সে এটি অভিজ্ঞতা দিয়ে অর্জন করতে যাচ্ছে এবং জাতীয় দলে এসেছে। এটা এমন একটা জায়গা আপনি অনেককিছু শিখবেন এবং উন্নতি করতেই থাকবেন। এটা আমাকে কৌশলগতভাবে বেড়ে উঠতে সবদিক দিয়ে সাহায্য করেছে।’

তিনি যোগ করেন, ‘আমার মনে হয়, সে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আরও পরিপক্ব হবে। যখন আমি তরুণ ছিলাম, আমি খেলার মধ্যে ৩০ বার ঝলক দেখাতে চাইতাম। সময়ের সঙ্গে আপনি উপলব্ধি করতে পারবেন যে, যদি আপনি এটি ১০ বার করতে পারেন এবং আগের চেয়ে ভালোভাবে, সেটাই ভালো। ভবিষ্যতে তার অনেক কিছু করার আছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। এটা তার ওপর নির্ভর করছে, তার মাথার ওপর, এটা তাকেই নিয়ন্ত্রণ করতে হবে। আমার বেশি কিছু বলার নেই, এর কারণ সে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে খেলে।’

সর্বশেষ খবর