নওগাঁ প্রতিনিধি।।
‘জনগণ জোট বাধোঁ, নায্য দাবি আদায় কর’ প্রতিপাদ্দে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির মান্দা উপজেলা শাখার আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সরকার নির্ধারিত পশু ও বিভিন্ন পণ্যের খাজনার তালিকা জনসম্মুখে টাঙ্গিয়ে রাখা, গ্রামীণ প্রকল্পের নির্মাণ ও সংস্কার কাজের সাইনবোর্ড জনসম্মুখে টাঙ্গিয়ে রাখা ও গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধ করার দাবি জানান।
উক্ত পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ ফজলুর রহমান।
এসময় তিনি বলেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি খেটে-খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে, তাই জনগণের নায্য দাবি আদায়ে সকল শ্রেণীর পেশার মানুষদের ঐক্যবদ্ধ হতে আহবান জানান।
এছাড়াও পথসভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, সদস্য আমজাদ হোসেন, হাসান আলী সহ অন্যান্য নেতৃবৃন্দরা।