Homeআন্তর্জাতিকবাংলাদেশের সঙ্গে সংযোগ ভারতের উত্তর-পূর্বের অর্থনীতিকে বদলে দেবে: জয়শঙ্কর

বাংলাদেশের সঙ্গে সংযোগ ভারতের উত্তর-পূর্বের অর্থনীতিকে বদলে দেবে: জয়শঙ্কর

বাংলাদেশের সঙ্গে ক্রমবর্ধমান সংযোগ স্থাপনের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্কর। এছাড়া দুদেশের সংযোগের কারণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অর্থনীতিও বদলে যাবে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। খবর ইন্ডিয়া টুডের।

অনুষ্ঠানে ড. জয়শঙ্কর বলেছেন, ‘আপনারা যদি বাংলাদেশে যান তাহলে দুই দেশের সড়কের সংযোগ দেখতে পাবেন। দেখবেন দুই দেশের মধ্যে বাস ও ট্রেন চলছে। তবে এই প্রথম বাংলাদেশ ভারতীয়দের তাদের বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে; যার ব্যাপক প্রভাব উত্তর-পূর্বাঞ্চলে দেখা যাবে।’

জয়শঙ্কর আরও বলেন, ‘এটি না হলে ওই অঞ্চলের মানুষদের শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের পূর্বাঞ্চলের বন্দরে যেতে হতো। এ কারণে অঞ্চলটির অর্থনীতির পরিবর্তন হবে।’

প্রতিবেদনে বলা হয়েছে, ভাষাগত ও সাংস্কৃতিক সংযোগ এবং সাহিত্য,সংগীত ও শিল্পের প্রতি একই অনুরাগ ভারত-বাংলাদেশের অভিন্ন ঐতিহ্যকে আরও শক্তিশালী করে তুলেছে।

আগরতলা-আখাউড়া রেললাইনের কাজ শেষ হলে বাংলাদেশ এবং ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর মধ্যে ভ্রমণের সময় ও দূরত্ব কমে যাবে। বৃহত্তর বাজারে প্রবেশাধিকার, পণ্য পরিবহন ও দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে।

সর্বশেষ খবর