নুরুজ্জামান হোসেন, হিলি প্রতিনিধি।।
৭ জানুয়ারীর ডেমি নির্বাচন বাতিল এবং বর্তমনে সরকারের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরের হিলিতে কালোপতাকা মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
৩০ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় হাকিমপুুর উপজেলা বিএনপি’র সভাপতি ফেরদৌস রহমানের নেতৃত্বে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এই কালোপতাকা মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র ও সাখাওয়াত হোসেন শিল্পি, হাকিমপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খাঁন, পৌর যুবদলের আহবায়ক মাজারুল ইসলাম রাজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব শাহাদত হোসেন সোহাগ, পৌর যুবদলেন যুগ্ম আহবায়ক কাউছার হোসেন, অনেকে উপস্থিত ছিলেন।
মিছিলে, হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির পাশাপশি ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা অংশ গ্রহণ করে।