মিঠুন গোস্বামী, রাজবাড়ী প্রতিনিধি।।
দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, মিথ্য মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজবাড়ীতে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির ও সহযোগী সংগঠনের আয়োজনে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের কালো পাতাকা মিছিলটি সড়কে যাওয়ার সময় আটকে দেয় পুলিশ। পরে আজাদী ময়দানের প্রবেশপথে সমাবেশ করে নেতাকর্মীরা।
বিএনপির যুগ্ন আহ্বায়ক রেজাউল কমির পিন্টুর সঞ্চালনায় সমাবেশ রাজবাড়ী জেলা বিএনিপর আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন বক্তব্য রাখেন।