জাতীয় পার্টির (জাপা) ১১ জন সংসদ সদস্যের সবাই অনেক শক্তিশালী জানিয়ে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকারকে জবাবদিহি করতে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হবে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
চুন্নু বলেন, ‘জাপার সংসদ সদস্য ১১ জন হলেও তারা আন্তরিক থাকলে এটাই যথেষ্ট। আমরা অপ্রয়োজনীয় কথা বলবো না। যারা লেজুরবৃত্তি করে, তাদের এবার আমরা মনোনয়নই দেইনি। আমাদের ১১ জনই অনেক শক্তিশালী।’
‘সরকারকে জবাবদিহি করতে বাধ্য করার জন্য সর্বোচ্চ চাপ প্রয়োগ করবো। এজন্য জাতীয় পার্টি আগে থেকেই প্রস্তুত’, যোগ করেন জাপা মহাসচিব।
তিনি বলেন, স্বতন্ত্রদের সমালোচনা করার নৈতিক সাহস আছে কিনা এ নিয়ে সংশয় আছে। কারণ অপ্রিয় হওয়ার শঙ্কা রয়েছে।
রওশনপন্থিদের দলে ডাকা হবে না জানিয়ে চুন্নু বলেন,‘ তাদের কার্যক্রম পাগলামি ছাড়া কিছুই নয়। উপনির্বাচনের সময় তারা যে কাজ করেছেন, এখনও সেটিই করছেন। তারা দৃষ্টি আকর্ষণের জন্য এগুলো করছেন। তাদের আমরা দলে ডাকবো না। দুষ্টু লোক আমাদের প্রয়োজন নেই।’