ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি সামরিক শাসন কায়েম করার আহ্বান জানিয়েছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। একইসঙ্গে তার দল ‘রিলিজিয়াস জায়নিস্ট পার্টি’ গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত নয় বলেও জানান তিনি।
ইসরাইলি পার্লামেন্ট নেসেটে তার পার্টির সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি। স্থানীয় গণমাধ্যম চ্যানেল টুয়েন্টিফোরের বরাত দিয়ে মঙ্গলবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন,
গাজায় দুই মাস যুদ্ধবিরতি দিলে ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী হামাস আবারো তাদের ক্ষমতা পুনরুদ্ধার করবে।
ইসরাইলি জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় দুই মাসের যুদ্ধবিরতির আলোচনা করছে হামাস ও নেতানিয়াহু কর্তৃপক্ষ। উভয়পক্ষ এ চুক্তির প্রায় কাছাকাছি পৌঁছেছে- ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন স্মোট্রিচ।
শনিবার (২৭ জানুয়ারি) ইসরাইলি অর্থমন্ত্রী বলেন,
আমরা সবাই এ সিদ্ধান্তে সম্মত হয়েছি যে, গাজায় ইসরাইলি মিলিটারি শাসন কায়েম করা হবে।
এছাড়াও তিনি গাজায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার (ইউএনআরডব্লিউএ) বিরুদ্ধে বলেন, তাদের গাজা ও অধিকৃত পশ্চিমতীর থেকে বের করে দেয়া উচিত।
গেল বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। প্রায় চারমাস ধরে চলা এ হামলায় এখন পর্যন্ত ২৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে।