সিনেমা আর বিজ্ঞাপনচিত্রে কাজ করে ভারতের ধনী শিশুশিল্পীর তালিকায় শীর্ষে রয়েছেন সারা অর্জুন।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ প্রতিবেদন অনুসারে, এ শিশুশিল্পীই সবচেয়ে ধনী। মাত্র ২ বছর বয়সে প্রথম বিজ্ঞাপনচিত্রে কাজ শুরু করেন সারা। এরপর একে একে অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়।
পুরোদমে কাজ করতে শুরু করেন মাত্র ৬ বছর বয়সে। তামিল সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন সারা। কাজ করেছেন বলিউডের জনপ্রিয় সালমান খান, ঐশ্বরিয়া রায়ের মতো তারকাদের সাথে।
সারার বাবা রাজ অর্জুনও একজন অভিনেতা। হিন্দি ও দক্ষিণী সিনেমায় বেশি অভিনয় করেন রাজ। পারিবারিকভাবে তাই ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠেছে সারা। একজন স্টার কিড হওয়ায় খুব অল্প বয়সেই পা রাখেন শোবিজ অঙ্গনে।
আজও সিনেমা আর বিজ্ঞাপনচিত্রে সমান তালে কাজ করে যাচ্ছেন সারা। এখন সারার বয়স ১৭। আর এত অল্প বয়সেই বিভিন্ন ক্ষেত্রে কাজের মাধ্যমে সাড়ে ১০ কোটি রুপির বেশি সম্পদের মালিক এ শিশুশিল্পী।
বাংলাদেশে এ অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫ কোটি। ভারতে কোনো শিশু শিল্পীই এত অল্প বয়সে এত বেশি পরিমাণ সম্পদের মালিক হতে পারেনি। তাই ভারতের শীর্ষ ধনী শিশুশিল্পীর নামে জ্বলজ্বল করছে সারা অর্জুনের নাম।