Homeবিনোদন‘পুষ্পা ২’ মুক্তির তারিখ ঘোষণা

‘পুষ্পা ২’ মুক্তির তারিখ ঘোষণা

বক্স অফিস কাঁপাতে আবারও প্রেক্ষাগৃহে আসছে ‘পুষ্পা’ সিনেমা। ‘পুষ্পা ২’ সিনেমা মুক্তির তারিখ সম্প্রতি ঘোষণা দিয়েছে পুষ্পার নির্মাতা সংস্থা ‘মিথরি মুভি মেকার্স’।

‘মিথরি মুভি মেকার্স’ জানিয়েছে চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী সিনেমা পুষ্পার সিক্যুয়াল। যার শিরোনাম ‘পুষ্পা: দ্য রুল’।  ‘পুষ্পা ২’ মুক্তির তারিখ সংস্থাটি জানিয়েছে চলতি বছরের ১৫ আগস্ট।

এ হিসেবে দিন গণনাও শুরু করেছেন তারা। ২০০ দিনের কাউন্ট ডাউন দিয়ে সংস্থাটি জানিয়েছে, ২০০ দিনের মধ্যেই রাজত্ব শুরু করবে নতুন এ সিনেমাটি।

২০২১ সালে সর্বপ্রথম মুক্তি পায় দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’। সিনেমাটি মুক্তির পরপরই জনপ্রিয়তার তুঙ্গে ছিল দর্শকের। এতে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও কেরালা ক্রাশখ্যাত রাশমিকা মান্দানা।

পর্দায় পুষ্পারাজ শ্রীবল্লির রসায়নে মুগ্ধ দর্শক উৎসুক হয়ে অপেক্ষা করছিল ছবিটির দ্বিতীয় কিস্তির। এবার পুষ্পা ২ মুক্তির তারিখ ঘোষণা সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

সুকুমারের পরিচালনায় ‘পুষ্পা ২’-তে এবারও পর্দায় দেখা যাবে আল্লু অর্জুন, রাশমিকা মান্দানাকে।

সর্বশেষ খবর